অনেক বিদেশী ভাষা শিক্ষণ-পাঠন এর ক্ষেত্রে অনলাইন ভাষা শিক্ষণ আজ এক স্বাভাবিক ব্যাপার হয় দাঁড়িয়েছে এবং এই পঠন পাঠন স্বাভাভিক ভাবেই দূরবর্তীভাবে করতে হচ্ছে। যখনি যে কেন অনলাইন পাঠ্যক্রম (এক আধ দিনের জরুরি শিখন বাদ দিয়ে )তৈরী করা হবে তখন এটা মাথায় রাখতে হবে যে ওই পাঠক্রমের যেন মুখোমুখি পাঠনের মতোই মাপদণ্ড ব্যবহার করা হয়। এটাও মানতে হবে যে পাঠক্রম টা যেন পদ্ধতিগত ও শিক্ষাগত শোধর ওপর নির্ভর করে এবং দ্বিতীয় ভাষার অধিগ্রহনের জন্য অনুকূল শোধের ওপর নির্ভর করে। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে মিথষ্ক্রিয়া দ্বিতীয় ভাষার অধিগ্রহনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই শোধ পত্রের মূল বক্তব্য হলো, যে প্রযুক্তিতির মধ্যস্ততার সাহায্যে তৈরী কৃত্যের দ্বারা আমরা ফলদায়ক ভাষা পরিণামর জন্ম দিতে পারি (লিখিত ও মৌখিক)। এবং এমুন কিছু মিথষ্ক্রিয়া কে তৈরী করা যাবে যা ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় ভাষা শিখতে সাহায্য করে আর তাদের ভাষা দক্ষতা বাড়াতে সাহায্য করে।
অনলাইন ভাষা শিখনের জন্য সহযোগী কাজ
Source abstract: Collaborative tasks for online language teaching
Translated by: